Top today
অ্যাডাপ্টেড চাইল্ড
চারপাশ থেকে স্যাঁতস্যাঁতে হাওয়া এসে ঘিরে ধরছে,
দৃষ্টি মেলে দিয়েছি অন্ধকার অসীমে ;
টিমটিমে লাল-সাদা বাতির
উড়ালজাহাজ গুলো দৃষ্টি সীমার আড়াল থেকে এসে,
অজানা কারণে –
চোখ অ্যাকুয়াস হিউমারে পরিপূর্ণ করে আবার আড়ালে চলে যাচ্ছে !
তবুও ভাল লাগছে, প্রচণ্ড ভালা লাগা
গুণগুণ করছে আমার মাঝে !
বুঝতে পারছি এই অনুভুতিটা সময়ের সাথে
টগবগে বয়সে পা’ রেখেছে,
গ্রিলের অপর পাশে হাত –
মেলে দেয়ার পর তালুতে গুড়িগুড়ি বৃষ্টির ফোঁটা স্পর্শ করল ।
হঠাত্ মনে পড়ল –
দীর্ঘ বিরতির পর এই বন্ধন,
জানলাম – প্রকৃতির অ্যাডাপ্টেড চাইল্ড আমি ।
তাই আমার মাঝে নেই প্রকৃতির ক্রোমোসোম,
শুধু আছে আদ্যন্ত ভালবাসা ;