ময়না পাখি
ময়না পাখি ! ময়না পাখি ! তুমি কি কথা বলো ?
উর্দু পার ? হিন্দি পার ? ইংরেজি ? তাও ?
বাংলা পারনা ? চুপটি কেন ? মাথা তোলো
কথা বলবেনা ? তোমার সঙ্গে আড়ি , যাও !
তুমি কি যান ? বাংলা আমার মাতৃভাষা
মানিক রতন মধু মাখা
আম্মু বলে জাদু আছে ,এ ভাষাতে মিটে আশা
কথা বলো, নইলে কিন্তু ভাঙ্গব পাখা ।
মূর্খ তুমি চ্যাপ্টা ঠুঁটি
ইচ্ছা মত মারব চটি
একি ?তুমি কাঁদছ !সরি বলছি ,
আর বকবো না ,এই যে কান ধরছি
তুমি বুঝি বাংলা জান না? জী
পারিনা ,আমাকে শেখাবে?হ্যাঁ
শেখাও তবে
আমার সাথে কইতে হবে ,
আমার সোনার বাংলাদেশ
দেখতে আহা বেশ !
ক,খ,ও,ঐ
আ-তে আম,দ-তে দই ।
কেমন লাগল ? নিশ্চই মজা !
হ্যাঁ , খেলাম যেন ইলিশ ভাজা
এ দেশ স্বপ্নের মত তাই না ?
না বলার অবকাশ পাই না
তুমি আমার আপু হবে ? নাকি ভাবি ?
ওমা লজ্জা পেয়েছ ? আচ্ছা আর কবো না ,
বুঝেছি,বুঝেছি , তুই আমার সই হবি ?
ঠিক আছে, কথা দিলাম , সই পাতালাম ,একটু হাস না
এই ভাষাতে মনের সুখে গাইব দুজন গান ,
মানুষ হয়ে সমুখ পানে হব আগুয়ান ।