Top today
মুঠোফোন
মুঠো ফোন মুঠো ফোন
একটা কথা বলছি শোন
মনের মতো রিংটোন
এক দুই তিন গোন।
মুঠো ফোন মুঠো ফোন
বন্ধু খুঁজি আমি এখন
ফেসবুক আর টুইটারে
আপন করে নিস আমারে।
মুঠো ফোন মুঠো ফোন
ইচ্ছেমতো গান শোন
দেখরে টিভি হাতের মুঠোয়
বিশ্ব বাঁধা বিনি সুতোয়।।