Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার ডায়েরী ( ১৫.০৫.২০০৪ )

: | : ০৪/০৯/২০১৩

ভয়ংকর এক দশায় উপনীত হয়েছি । এই সমস্যা ব্যক্তি বিশেষে প্রাত্যহিক কিনা বলতে পারি না । তবে আমার বেলা তা নিত্য ঘটছে । যাকেই হস্তগত করি সেই আমাকে পরাস্ত করে অথবা আমা হতে পরাস্ত হয়ে ফিরে যায় ।

এ পর্যন্ত  Red Leaf এর শীর্ষ  ভেঙ্গেছি । Techno Tip 0.6 এর মস্তক অবনত করেছি । Cello Maxwriter এর নিপ বিসর্জন দিয়েছি । Matador Gel এর নিপকে কাগজে ফেলে ফুটবল  খেলেছি । Econo এবং Econo DX কে ছাড় দিয়েছি অনেক আগেই ।

এতগুলো কলমকে হত্যা করার পর লেখার অধিকার আমার থাকা উচিত কিনা তা নিয়ে আমি নিজেই সন্দিহান । আপনাকে কি বলব ? তবে এতটুকু বিশ্বাস জন্মাতে শুরু করেছে যে কলম চালক হিসেবে আমি চূড়ান্ত অক্ষম , আস্ত বেকুব । হয়তো অনেকেই বলবেন কলমকে নিষ্কৃতি দেওয়া আমার নৈতিক কর্তব্য এবং আশু বিবেচ্য হওয়া উচিত । নতুবা অচিরেই হয়তো কলমের রাজ্য বিদ্রোহ দেখা দিবে । ফলে আমার দোষে দুষ্ট হয়ে অনেককেই নিরাপরাধ কারাবরন করতে হবে । সুতরাং বৃহওর স্বার্থে আমার অব্যাহতি নেওয়া উচিত অথবা অব্যাহতি দেওয়া উচিত । তবে আমি স্বয়ং নিতে আপওি করলেও আইন করে দিলে দ্বিমত করবো না ।

এখন Cello Gripper দিয়ে লিখছি । বেচারা কলমটার জন্য দোয়া করবেন । বিধাতা তাকে আমার হাতের চাপ সহ্য করার ক্ষমতা দিন । সাথে সাথে কলমের রাজ্য আমাকে উদ্ধার করুন ।

 

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top