Top today
দু:খ
রাত্রির শব্দহীন শরীরে
নিজস্ব নিয়মে নেচে যায়
রূপবতী বৃষ্টি
রিমঝিম নাচের মুদ্রায়
নিয়ে যায় পাতালের নাচঘরে
নিটোল অন্ধকারের দীর্ণ বুকে
বিজলীর রূপালী শরীর
আভূমি উলঙ্গ করে পৃথিবীকে
জমাট আসর শেষে
বের হয় পৃথিবীর ধূলিহীন দেহ
আঁচলের বাতাসে বেয়াড়া ডালপালা
বিতাড়িত হয় পরাশ্রয়ী কীটের মতো
অথচ এ বৃষ্টি
আমাদের মনের কালিমা
জন্মান্ধ স্বার্থপরতা
হিংসার গভীর ক্ষত
কোন কিছু পারে না যে
ধুয়ে মুছে নিতে !