Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি আমার কে ?

: | : ০৫/০৯/২০১৩

তুমি আমার কে ?

 

তুমি যদি  বল

আকাশ টা দিতে পেড়ে

আজ তোমার হাতে।

করব চেষ্টা সাথে সাথে। .

 

সাগর সেচে

দিব মুক্তা এনে

তুমি বলার পরে।

 

তুমি চাইলে হৃদপিন্ড টা

দিলাম আমি হাতে তুলে তা।

 

সেই তুমি আমার কে?

 

হতে পারো তুমি

প্রেমিক

বন্দু

স্বামী

ভাই/বোন্

বা কোনো আত্বীয়  স্বজন।

যে কোনো কিছু হতে পারো

কি এসে যায় তাতে।

আমি  সুধু ঘটনা

করেছি বর্ণনা মাত্র।

 

হচ্ছে কথা তোমার সাথে

আমার রোল বা করণীয়

আমার সাথে কার কি প্রয়োজনীয়

কাজ বাকি আছে।

 

আমি কি করি হেলা ?

কখনো কোনো কর্তব্য কাজে?

ভাই বল স্বামী বল ?

প্রেমিক বল বন্দু বল

দিতে করেছি  চেষ্টা

যার যেটাতে তেষ্টা।

মিটাতে তেষ্টা শত

করেছি চেষ্টা যত। .

 

করিনি তো কোনো বঞ্চনা

কাওকে তবে কেন আমি নিজে

স্বীকার  এই বঞ্চনার ?

 

বুঝনা আমাকে ভুল

করছিনা চেষ্টা বুঝাতে

আমি উত্তম

তুমি অধম।

চেষ্টা করেছি করতে বর্ণনা

কোনো একটা ঘটনা।

 

আমি তো আমি

গুরুত্বপূর্ণ ঠিক নহি।

আশেপাশে আছে শত আমি

শত বঞ্চিত নারী

সকাল থেকে রাত

বিলিয়ে দেয় আপনার

সর্বশ্য না করে নিজের কেয়ার।

 

আমার নিজেকে আমি

কখনো ভাবিনা বঞ্চিত।

যা আমি পাইনি কখনো

কোনো আপনজনের কাছে

স্রষ্টা দিয়াছে তা ঢেলে

আপন জনের মত।

.

কিন্তু আছে অনেক  ভাগ্যাহত

বঞ্চিত নারীরা সমাজ সংসার

আপনজন যত বন্দু পরিজন

স্রষ্টার ও কৃপা থেকে বঞ্চিত।

আমার এই কবিতা সুধু

সব বঞ্চিত নারীর ভাগ্য উন্নয়নে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top