Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মেঘ বালিকা বৃষ্টি হয়ে

: | : ০৫/০৯/২০১৩

 

 

   সোনার চামচ রুপোর কাঠি
    মাঠির পাত্রে সুখ
    এ বেলাতে এসব খেয়ে
    জুড়াও মনের দুঃখ ,

 

    ক্ষিধে যদি পায় গো রাতে
    মনের অতি নীচে
    চাঁদের আলোয় মেঘের খাটে
    দেবো সবই যেচে ,

 

    সুখ সোনা তো ধরে মনে
    রুপা ধরে দেহে
    পাখ-পাখালি ডাকে বনে
    কে যে কারে চাহে,

 

    মাঠি রাঙার রাঙ্গা ধুলো
    সোনার অঙ্গে ঝরে
    ভাটির দেশে নাও ভেসে যায়
    মনটা নিয়ে কেড়ে ,

 

     ঝিলে জলে শাপলা ফুটে
     নদীর পানি মিঠে
     বন পেরিয়ে নুপুর পায়ে
     দুষ্টু ঝর্ণা ছুটে ,

 

     পক্ষী-ডাকা বসত ভিটে
     রাঁধো বাড়ো সুখে
     স্বপ্ন জাগাও স্বপ্ন দেখাও
     কন্যা হাসি মুখে ,

 

     সোনার শস্য হিরক চরে
     হাওয়া খেলে বন বাদাড়ে
     বাংলা মায়ের আঁচল উড়ে
     সবুজ সোনা ভরে , 

 

    ফটিক ছড়ির সুন্দরপুরে
    হালদা নদীর ঘাটে
    পথ চেয়ে কে নয়ন জলে
     হাটে নদীর বাটে?

 

     মানিক ছড়ির মানিক গুলো
     কুড়িয়ে নিলে ভোরে
     গাছ-গাছালির পুষ্প গুলো
     অশ্রু হয়ে ঝরে ,

 

     মেঘ বালিকা কুড়িয়ে নিলো
    রোদের আঁচল ভরে
     সুখ-স্বপ্নে গাঁথে মালা
     পরতে দেবে কারে ?

 

     স্বপ্ন-পুরুষ হাত বাড়ালে
     সূর্য-তাপে রেগে
     মেঘ বালিকা বৃষ্টি হয়ে
     ঝরে অনুরাগে।
………………………………………।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top