অবসান হবে সব অচলতার
এ এক অদ্ভূত অসহনীয় অবস্থা আমার
শরীরে পাচ্ছিনা কোনো বল ।
শরীর হয়ে গেছে এমন
মনে হছে নিজেকে এক অশীতপর ।
শরীরে পাই নাকো বল নাই কোনো শক্তি
কিন্তু মন চলছে আমার
সুপারসনিক বিমান এর ধ্রুতিতে ।
কখনো চলে যাচ্ছি আমি সাইবেরিয়াতে
করছি খেলা পেংগুইন এর সাথে
স্নো দিয়ে হচ্ছি মাখামাখি ।
আবার কখন চলে যাই ডলফিনদের সঙ্গে
সমুদ্রের তলদেশে ।
কখন উড়ি হয়ে পাখি
নীল্ আকাশের সাম্রাজ্যে ।
শোনো শোনো আবার কি হলো সেদিন
দেখলাম স্বপ্ন চলে গেছি আমি
আফ্রিকার জঙ্গল সেই আমাজোনে এ ।
বিরাট এক পাইথন করলে সুরু তারা
অমিত ছুটলাম ভয়ে
বাপ বাপ বলে দিলাম এক লাফ ।
দিকবিদিক শূন্য হয়ে ।
আছা শোনো এটা কি ঠিক বলে যে সবাই
তোমাকে যদি করে সাপে তাড়া
অনেক শত্রু হয়ে যাবে নাকি বাড়া
আচ্ছা বলত কেন হবে শত্রু আমার
আমি যদি মনে করি বন্দু তুমি
হবে কিভাবে শত্রু তুমি ।
আমি যদি বলি ভালবাসি
তোমাকে ও বলতে হবে
একদিন ভালবাসি ।
আজ কেমন জানি হারিয়ে ফেলছি খেই
চলে যাচি কেবল এক কথা থেকে আরেক কথায় ।
ঐযে বললামনা এক ভজগট অবস্থা আমার
বলত এই অবস্থা থেকে পরিত্রান এর উপায় ?
উপায় আছে উপায় আছে ধ্যানে বসে পড়
সিজদায় গিয়ে পড় , সুরু কর মেডিটেশন
কেটে যাবে স্থবিরতা
অবসান হবে সব অচলতার, পাবে
নিরোগ উজ্জল সাস্থ্য সুন্দর দেহ মন ।