মনে মনে কল্পনাতে কল্পনাতে
চাই আজ হারাতে মনে মনে
মনে মনে মনে মনে কল্পনাতে
যা পাইনি কখনো,,,
পেতে চাই আজ তা
মনে মনে কল্পনাতে কল্পনাতে ।
নিজেকে মনে করি soroshi
দেনা পাওনার সরসী (শরত চন্দ্র নভেল দেনা পাওনা )
যার বাক্তিত্তে হৃদয় এর প্রাচুর্যে চরিত্রের সততায়
অভিভূত চন্ডিগর গ্রামবাসী ।
যার মানসিক শক্তির কাছে মাথা নত করে
অত্যাচারী ,শাসক জমিদার জীবনানন্দ ।
পরিবর্তিত হয় অত্যাচারী শাসক থেকে দয়ালু জমিদার
বিলিয়ে দেয় ছিল তার যত বাহুল্য বিলাস আর যত সম্পদ ।
হতে চাই আমি মনে মনে কল্পনাতে
সেরকম ই সরসীর মত ।
আমার স্বভাবে এ মানুষ যেন করে
তার স্বভাব এর পরিবর্তন ।
কল্পনাতে দেখতে পাছি আমি
আমাকে নিয়ে হছে বিশাল সম্বর্ধনা ।
আমাকে দেওয়া হছে পুরস্কার
দেখছি আমি মনে মনে
মানুষের মনের ভিতরে যে আছে
অন্দকার তা ,গুছিয়ে দেওয়ায়
এই কল্পনা করি মনে মনে ।
তবে এই কল্পনা তে কল্পনাতে কল্পনাতে
হইনা আমি বেশ উদ্দেল ।
করি আমি কল্পনা আর বাস্তবের সমনয়
তবে আমি এটাও মানি কল্পনাতে সাথে সাথে
দেখতে হবে কল্পনাতে সাথে সাথে
যা আমি পেতে চাই মনে মনে ।