Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হব তোমার প্রতিধ্বনি

: | : ০৫/০৯/২০১৩

হব  ধ্বনি

প্রতিধ্বনি

তোমার কথার প্রতিধ্বনি।

হবনা কখনও প্রতিদ্বন্ধী।

 

তুমি  বলিবে যাহা

করিব আমি তাহা।

তুমি আমাকে ভাববে যেভাবে

পাইবে  সেভাবে।

অন্যথা হইবেনা তার।

 

বল যদি আমায়

কৌশলী অথবা ডিপ্লোম্যাট

হইব তখন আরো

বড় কূটনীতিক।

শব্দ টা  বললাম ভদ্র করে

হইবে তা আসলে কুটনি ।

 

করিতে সুরু করি তত

এখন  থেকে  কুটনামি যত ।

করিব এমন ই যাতে

হার মনিবে তাতে

হ্যামলেট এর সেই কুটনি বন্দু।

 

দিয়াছ তুমি যেরকম স্থান

পাইবে তুমি একই দান।

নহে অভিশাপ যাহা

বিজ্ঞান এর সুত্র বলে তাহা।

তুমি করিবে ক্রিয়া

ফিরিবে তা হইয়া প্রতিক্রিয়া।

 

আমি করিলাম সুরু প্রতিক্রিয়া

বদলে তোমার ক্রিয়া।

আমি যে তোমার ই প্রিয়া।

হতে চাই  তোমার ই  ধ্বনি

করিয়া প্রতিধ্বনি।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top