Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কিছু সময় কেটে যাক গানে গানে

: | : ০৫/০৯/২০১৩

তুমি তো ফুল শয্যায় বসে
ইশারায় ডেকেছ তোমার পাশে

তোমার সুখের কাননে কেন ডাক
পথের ধুলা লয়ে বুকে রাখ

আমি জানি গো , আমি জানি
অকুল পাথারে ভাসাবে মোরে
খেলা শেষে ।
ঐ……………।।

তোমার যেথায় বাস
আমার সেথায় হতাস

দু’জনার শুভ পরিনয়
কেবলি যাতনা কল্পনাময় ,

আপন নয়নে হেরিয়া
বলো কেমন করিয়া ?

ভাল বাসিব হেসে হেসে ।
ঐ………..।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top