কানে দিয়েছি তুলা পিঠে বেধেছি কুলা
কানে দিয়েছি তুলা
পিঠে বেধেছি কুলা
কানে দিয়েছি তুলা
পিঠে বেধেছি কুলা
বাসস্থান হয়েছে ভীষ্মের শয্যা।
নিক্ষেপ করি বারং বার
নিজেকে রিসাইকেল বিন এ
শ্রবণ এ
কানের তুলা সরিয়া যাওয়ার পরে। …
প্রাণ নাথ স্বামী কহেন
কহিতে থাকেন
কহিতে থাকেন
বকিতে থাকেন।
বৃধ্ব্য বয়সে
বউ হইয়াছে কবি।
ঘর বাড়ি সব
হাড়ি পাতিল সব
যায় জ্বলিয়া পুড়িয়া।
আমার তো তুলা কানে
আসেনা শব্দ ফায়ার অ্যালার্ম এর ও।
মা কহে বাবা কহে
ভাই বোন্ বলে
বন্ধু বান্ধব
আরো বেশি বলে
সারাদিন কেন
থাক ঘরে বসে
কিছু কর কিছু কর।
দেখতে বসি টিভি
আমার প্রিয় এন টিভি
কানে বেধে নেই
বড় সড় তুলায়
ব্যান্ডেজ এর মত করে।
যাতে না হয় হার্ট এটাক
খুন জখম দুর্ঘটনার দৃশ্যে
চোখ বন্ধ করিয়া রাখি
যাতে দেখিতে না হয়
বন্যা খরা যত বাজে নিউজ
চলতে থাকে জীবন
তারপর ও হেসে খেলে
চলতে থাকে দাম্পত্য
তারপর ও হেসে খেলে।
মনে হয় বেশ তো আছি
আসলে কি দুখী আমি।
বেশ চলে যাচ্ছে দিন আমার
নীতি হীনতায় নীতি বিবর্জনায়।
কেননা আমার কানে আছে তুলা
পিঠে বেধেছি কুলা l