Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

ভালোবাসায় পরাজয় নেই

: | : ০৬/০৯/২০১৩

আমার স্বপ্ন, আমার কল্পনা, আমার যন্ত্রণা
সবি তোমার কাছে মনে হয় কঠিন আরাধনা
তাই তো তুমি ভালোবাসা কী বুঝ না তিলোত্তমা;
হয়তো কখনও বুঝবেও না, তবুও আমি থামব না-
আমার পথ চলায় অন্য কাউকে যে ভাবতে পারি না।

বিরহের সুর তুলে পালকি লয়ে আসবে যেদিন দুয়ারে
সেদিনও আমি ফেরাব না, ভালোবাসার পুষ্পমালায়-
বরণ করব তোমায়। আমার দুঃখরা সেদিন হাসবে,
তুমি কাঁদবে; সঙ্গে আমাকেও কাঁদাবে নিপুণ ভালোবাসায়।
এ পরাজয়ে সুখ আছে, ব্যথার নদী সাঁতরায়ে সুখের উদ্যানে-
প্রবেশ করার। হারানো ভালোবাসা নতুন করে ফিরে পাওয়ার।

তুমি বিদায় বলে দিয়েছিলে, আমি বলিনি, বলতে নেই।
তোমার শেষে আমার শুরু দেখেছিলাম, তাই তো পিছু ছাড়িনি
সব ভালোবাসা হওয়া চাই এমনি, ভুল হয় মানুষেরই।
আজ পূর্ণচন্দ্র রাত শুধু আমার জন্য, সব ফুলের সুবাস-
শরীরে মেখে হব ধন্য। ভালোবাসায় পরাজয় বলতে নেই;
জয় সুপ্রসন্ন। শুধু ভুলগুলো ভুলে গেলে থাকে আনন্দ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top