Top today
কাশফুল
সাদা সাদা মেঘের মত
ফুঠেছে যে কাশফুল
বাতাসেতে দুলছে যেন
বাংলা মাতার দুল।
হরেক রকম উড়ছে মেঘ
নানান রঙে ভরা
শরৎ এল বছর ঘুরে
করতে মনহারা।
সকাল-সন্ধ্যা বয়ে বাতাস
ঝরে হঠাৎ বৃষ্টি
রোদ-বাদলে অচীন রুপে
কেঁড়ে নেয় যে দৃষ্টি।