Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অবিন্যস্ত চাওয়া সময়ের কাছে

: | : ১০/০৯/২০১৩

কিছুটা অলস মুহূর্ত  আমার চাই

বেহিসাবি সময়ের কাছে ধার করা ,

শুধু মুড়ি  বা টোষ্টের সাথে এক কাপ

চায়ের জন্য নয়

বদ্ধ ডোবার কচুরিপানার মতো

অনাদরে বেড়ে উঠার আশ্চর্য কৌশল

যদি শিখে নিতে পারি ,

তাতেই সুখ।

মধ্য রাতে ভালো মানুষের মতো

ঘুমুতে যেতে নিষেধ  নেই,

তবে তার আগে  জানতে চাই

একঘেয়ে  বাতাসের আঘাতে পরাস্থ

মন খারাপের ঘর-বসতির ঠিকানা ।

শখের বাগানে নিয়ম করে পানি দিতে

চাইনি , বুঝতে চেয়েছি

দেবালয়ের কুসুম কলির সদ্য ফোঁটা হাসি

পরমুহূর্তে মিলিয়ে যাবার অব্যক্ত  ব্যাথা ।

 

সময়ের খাঁচায় আটকে থেকে

বড়শি নয় জাল নয়

ডুব দিয়ে  তুলে আনতে গেছি

রংধনুর সাত  রং

নাহয় কিছু নীলপদ্ম

সুনিল বা বরুনার জন্য আহাজারি নয়  ,

চেয়েছিলাম  আরও একবার

বরুনার বুকে শুধুই মাংশের গন্ধ নিতে।

 

কুহক সময়ের কাছে এমনি কিছু

অবিন্যস্ত চাওয়া

অনাদায়ী রয়ে যায়

কিন্তু সময় কি দেবে উত্তর

কখনো কি দিয়েছে  কৈফিয়ত !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top