Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

কষ্ট

: | : ১০/০৯/২০১৩

বড় কষ্টে কাটে রাত

নির্যাতিত নিপিরিত নিদারুণ যন্ত্রনা বুকে,

হৃদয়ের কান্নায় চোখে জল

জানিনা কি কারণে কার শোকে ।

শির শির  জ্বালায় জ্বলি

হৃদয়ের অন্ত পুরে ,

কাকে করব শোক প্রকাশ

পেলামনা  এমন কাউকে দেশান্তর ঘুরে ।

আঁধার রাতে চোখে ভাসে ,

স্বপ্নে ভীষন ভয়

মৃত্যুর কোলে পরেছি ঢলে

সমাজের লোক কয়

লেখার মাঝে কালি নাই

কাগজের পাতায় লেখা না ভাসে  ।

স্মৃতির পাতা ছিড়ে পরে রবে

ধুলো মাখা পথে,

পায়ের তলায় পিষ্ট  হয়ে যাওয়া

কেউ তুলবে কি তা হাতে ।

 

********** সমাপ্ত **************
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ১২/১০/২০০৯ ইং ।

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top