মৃত্যু এক পরম সত্যি
নিভে গেছে আজ সান্ধ প্রদীপ
সাঙ্গ হয়েছে জীবনের খেলা
জীবনের নিয়মে প্রকৃতি
আবার দাড়িয়েছে ঘুরে
সব বাতি আজ গেছে নিভে
থেমে গেছে প্রানের স্পন্দন
পরে আছি একা
মৃতের খাটিয়ায় _
ঘিরে দাড়িয়েছে মানুষ
যত পরিচিত যত আত্নীয় সজন
আকুল সরে বিলাপ এর মত করে
কাদছে সবাই _
নিয়ে যাওব্য়া হবে কিছুক্ষণের মধ্যে _
পরানো হবে কাফন
করানো হবে দাফন
কিছুক্ষণের মধ্যে মাটির ছোট এই ঘরটাতে
ফেলে রেখে যাবে সবাই
এ প্রকৃতির নিয়মে _
এ মাটির ছোট এই ঘরটা হবে
আসল ঠিকানা
এ সময় তোমরা কেদনা
পৌছে গেছি জীবনের শেষ গন্তব্য স্থলে
এ সময় তোমরা একেবারে কেদনা
তোমাদের চোখের পানিতে
হয়ে যাছে যে খাটিয়াটা ভার
এত ভার যে ধরে রাখা যাচ্ছেনা নিজেকে _
আজ আর তোমাদের অশ্রুপাত
করছেনা একেবারে হৃদয়পাত
কাপছে দেহমন এক ভিশন ভয়ে
একটু পরে যে আসবে
মৃতের ফেরেস্তা মুনকির নাকির
প্রশ্ন যে করা সুরু করবে
দিতে পারব কি তার সব জবাব _
এই সময় তোমরা কেদনা
এ মিনতি একেবারে কেদনা
দোআ করো সুধু এ বলে
সব প্রশ্নের সঠিক জবাব যেন
আসে জবানে
এ যে মৃত্যু পরম সত্য
মেনে নাও সবে
অবহেলা ভরে করনা
যেন তার কোনো অবমান