Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ছদ্ম বেশী বন্ধু ওরা

: | : ১১/০৯/২০১৩

 

সবাই বলে পেরো পেরো
কাঁঠা তারের বেড়া
কে যাবে ভাই পার হতে
ওপারেতে হিংস্র প্রানী ভরা ,
 
ওরা মানুষ নামের কলঙ্খ ভাই
মানুষ নামের পশু
বন্ধু বেশী দুশমনরে ভাই
 ছদ্মবেশী  দস্যু,
 
ওরা মানুষ দেখে পাখী ভেবে
শিকার করে দিনে রাতে
বন্ধ বিবেক অন্ধ চোখে
হিসেব করে কূটনীতিতে ।
 
…………………………..

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top