Top today
“একটিবারও কি ভালবেসেছিলে আমায়?”
কভূ কি আমায় ভালবেসেছিলে একটিবারেরও জন্য?
নাকি আমি শুধুই ছিলাম তোমার খেলার পণ্য?
সবি আজ মনে হয়- ছিল তোমার অভিনয়।
সত্য ভেবে কত স্বপ্ন করেছি অপচয়।
বেছে বেছে দিয়েছিলাম তোমায় সত্য সতেজ ফুল।
কোথায় ফেলে দিয়েছ?শূন্য খোঁপার চুল।
দিয়েছিলাম পবিত্র সিঁদুর তোমার সিঁথিতে।
অসম্মান করেছ;আলতার মত লাগিয়েছ পায়ের পাতাতে।
আলোর রূপ ধরে দিয়েছ আগুনের পরশ।
শীতল জল দাওনি দিয়েছ উষ্ণ কলস।
কি সুখ পেলে তুমি?ছলনার হাওয়াই মিঠাতে।
এখনও কি সেই স্বাদ আছে মনের জিভেতে?
বেরিয়ে আসতে চেয়েছিলাম তোমার মাকড়সার জাল ছিঁড়ে।
ভাটার টানের মত টেনে নিয়েছ তোমার উদরে।
রস চুষে ওগলে দিয়েছ;আমি এখন সাপের খোলস।
হৃদয়ের সবটুকু জল পান করে আমায় করেছ শূন্য কলস।
আজ আমি সবি বুঝি-পরতে পরতে চিনি গো তোমায়।
তবুও জানতে ইচ্ছে করে-“একটিবারও কি ভালবেসেছিলে আমায়?”