Top today
কনে দেখা রোদ্দুর
কনে দেখা রোদ্দুর
মিলন বনিক
অনেকদিন পর
বারান্দায় দাঁড়িয়ে দু’জনে
পড়ন্ত বিকেলে দেখা হলো
আশ্বিনে রোদ্দুর।
কেন জানি মনে হলো এই তো শরৎ
তবে নিশ্চয় শিউলী ফোটা সবে শুরু,
তুমি বললে মল মাসের ঢেউ লেগে
এবার পুঁজো কার্তিকে,
সাঙ্গ হতে চললো কুড়ানোর পালা।
তবে আর কি হবে, সময় রেখে বেঁধে।
পশ্চিমাকাশে মেঘের চাদর
কৃষ্ণ বরণ কানু, সুর্যটাকে স্বর্ন গৌর রাধিকার বেশে
মনে হলো কতকাল দেখা হয়নি
এমন কনে দেখা রোদ্দুর।