Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমায় যদি

: | : ১২/০৯/২০১৩

 তোমায় যদি দিতেম আমি
উদাস করা ভোর
তবে কি সব ভূলে গিয়ে
হতে তুমি মোর?

নাকী তুমি পেখম মেলা
বনের ময়ূর?
তুমি চাও মেঘের ভেলা
মধুর সুরের।

তোমায় যদি দিতেম আমি
স্বপ্নরঙা মেঘ।
তবে কি তুমি আমার হতে
আমার আবেগ?

নাকী তুমি হিমেল হাওয়ায়
উড়ে চলা কেশে
চাও হাতের কোমল আদর
মধুর আবেশে?

তোমায় যদি দিতেম আমি
গোধুলী বিকেল
তবে কি তুমি আমায় বানাতে
চোখের কাজল?

তোমার চোখের প্রতি পাপরিতে
হতো না মোর রাত
আমার পরশে প্রতিটি প্রভাতে
হতো তোমার প্রভাত।

নাকী তুমি বনের ঘুঘু
চাও উদাসী মেঘ,
সারা আকাশে শীতল বাতাসে
যার আবেগ।

তোমায় যদি দিতেম আমি
জ্যোৎস্না কাঁশবনে,
থাকতে চেয়ে পূর্ণিমাতে
লক্ষীপেঁচা হয়ে।

নাকী তুমি মধুর সুরের
শ্রাবণ মেঘের দিন
তুমি চাও সেই আবেগে
প্রেমের পরশন।

নাকী তুমি বাদল বেলায়
সপ্তদশীর মন।
তুমি চাও ভিজতে মাঠে,
আকাশের কাঁদন।

কিভাবে বলো পাবো তোমায়
তুমি কি হবে না প্রীতি?
চেওনা ভুলে হতে শুধু স্মৃতি
এ মোর আকুতি।

২২০.৮.১৩, বদলগাছী, নওগাঁ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top