Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

উপায় কি নারীর ?

: | : ১২/০৯/২০১৩

আমার এ কবিতা টি পড়ে পুরুষরা আমাকে ভুল বুঝবেন  না প্লিস। আমি একেবারে পুরুষ বিদ্বেষী না। বরং আমার পছন্দের মানুষের তালিকায় পুরুষের সংখা বেশি মেয়েদের তুলনায়। সব পছন্দের মানুষ রবীন্দ্র নাথ শরত নজ্রুল শীর্ষেন্দু সক্রাটিস অ্যারিস্টট্ল সবাই পুরুষ। আমার ফেস  বুক এ  দুই  একজন টিপিকাল ধারণার পুরুষ আ ছে  আমার পেজ এ সব সময় অড কমেন্ট করে  বিরক্ত হয়ে আমার এ কবিতা রচনা .আসলে  এই কবিতা টা লিখেছি  রস  রচনা  আদলে। এটা র উদ্দেশ্য সবাইকে আনন্দ দেওয়া কাওকে হেয় প্রতিপন্ন করা নয়।

 উপায়  কি   নারীর ?

উপায়  কি  আছে নারীর ?

না করিয়া বড়াই রূপের।

তোমরা  যত পুরুষ

ঢালিয়া দিয়াছ যত উপকরণ

রসদ সাজের আর রান্নার।

নারীর বিদুষী রূপ দেখিয়া

পুরুষ কি যায় জ্বলিয়া পুড়িয়া?

 

ক্লিও পেট্রা কে দেখো

রাজ্য পরিচালনায় দক্ষতা ছিল যার

আন্টোনিও  জুলিয়াস সিজার এর ও বেশি।

কিন্তু তোমরা করলে  তার কি কীর্তি র মহিমা।

জগত বিখ্যাত সুন্দরী  ক্লিও পেট্রা ।

তার  নাই কোনো অন্য গুনের কদর।

 

যদি  নারীর প্রিয় বন্ধু হয়

রান্নার কড়াই

তোমার ও জানের দোস্ত

হইলো হালের বলদ

বলদ আর পুরুষ

মিলে কর হালচাষ।

যা পুরুষদের মানায়।

 

মেয়েরা করে শ্রধা

বিদ্বান পুরুষের।

আর পুরুষ বিদুষী মেয়ে দেখে

পালায় লেজ গুটিয়ে।

 

অবশই নারী করিবে

রান্না তরকারী

তুমি পুরুষ হও মুটে কুলি

কাধে করিয়া আনিবে বাজার।

না আন বাজার যদি

খাইবে খন্তির বাড়ি।

 

ফের যদি দেখি কোনো

বাজে মেসেজ

খাইবে তুমি

আমার ঝাটার বাড়ি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top