Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বয়স নব্বই

: | : ১৪/০৯/২০১৩

বৃদ্ধ হয়ে গেছি জীবনের ভারে
জীবন মন আর নাহি পারে
থেকে গেল দুঃখ জীবনের সাথেই
মন বলে তোর বয়স নব্বই ।

বয়স সবে মাত্র হল আটাশ
মন বলে আর কত খাটাস
সাথি শুধু দুঃখ আর কষ্টই
মন বলে তোর বয়স নব্বই ।

সে দিন পড়লাম এম,এ ; ল ‘এ
কদিন গেল আর বয়ে !
ছোট থেকে সাথি অভাব অনাটনই
মন বলে তোর বয়স নব্বই ।

আটত্রিশের কাজ করি আটে
দু বেলা ভাত নাহি জোটে
সেভেন থেকে শুরু হয় কামাই,
মন বলে তোর বয়স নব্বই ।

ভাই বোনের চাহিদা শত শত
পুরনে আমার মাথা নত
আর কত ! শুধু টাকাই চাই
মন বলে তোর বয়স নব্বই ।

বোনদের বিয়ে ভাইদের পড়া
জামা কাপড় আর শত না পারা
এরই মাঝে না খেয়ে দিন কাটাই
মন বলে তোর বয়স নব্বই ।

ফকিরাপুল,ঢাকা
০৮/০৯/২০১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top