Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

গৌরী সেনের বাড়ি

: | : ১৪/০৯/২০১৩

আমার কিছু চাই টাকা।
পকেটটাতো ফক্ ফকা !
সবাই বলে, ভাবেন ক্যান্ ?
দেবে টাকা গৌরী সেন।
হয়ে গেলো ভাবনা দূর,
বাজলো প্রাণে মধুর সুর।

এবার কোন চিন্তা নাই,
গৌরী সেনের বাসায় যাই।
বিপদ হলো এই খানে,
পাবো তাকে কোন খানে ?
সবাই সেনের নাম জানে।
বাড়ি কোথায় ? রাম জানে ?
কোথায় থাকে সেনের পো,
জানার কোন নেই তো জো।
নির্বিশেষে আপন পর,
কেউ চেনে না সেনের ঘর।
অনেক ভেবে শেষটাতে,
শুধুই নিজের চেষ্টাতে
ঠিক করেছি, যাই ঢাকা;
সেথায় যদি পাই টাকা।
ঢাকায় নাকি রাত্রি দিন
উড়ছে টাকা ধিন্ তা ধিন্ !
সেই আশাতে ঢাকায় যাই,
যদি টাকার নাগাল পাই।

ঢাকায় নেমে ভিরমি খাই,
এ কোন দেশে এলাম ভাই !
বাড়ি গাড়ির জাঁক জমক,
চলা ফেরার ঠাট-ঠমক!
বিজলি বাতির ঝিলিক্ ঝিক্ !
ছুটছে সবাই দিগ্ বিদিক্ !
গলার স্বর ও মন মেজাজ,
সারাক্ষণই ছড়ায় ঝাঁঝ !
ভাঙ্গা মিনির ভিড়ের চাপ
এতিমকেও ডাকায় বাপ !
যখন তখন ট্রাফিক জাম,
দেয় ভুলিয়ে বাপের নাম !
ধাক্কা, গুঁতো, ধমক খাই,
তবু চলার বিরাম নাই।
সমঝে নিয়ে সব কিছু,
ঢাকাবাসীর নিই পিছু।

আজগুবি ভাই এই শহর,
খাই খরচের লট বহর
দেখে পিলে চমকে যায়।
ভাবনা রাশি থমকে যায়।
ওড়ায় টাকা বস্তাতে,
মানুষ বেচে সস্তাতে।
অপচয়ের লাগাম নাই,
সবার সবই আগাম চাই।

এমন সময় চট করে,
খুললো মাথা ফট্ করে !
নিজের টাকার একটা পাই,
কেউ কি এমন ওড়ায়, ভাই ?
দিচ্ছে টাকা অন্য কেউ,
উঠলো মনে খুশির ঢেউ,
‘অন্য’টা কে চিনে গেলাম ভীষণ তাড়াতাড়ি,
এই শহরেই কোথাও আছে গৌরী সেনের বাড়ি !

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top