Top today
মিছে কথার ঢেঁকি
বড়োই বিচিত্র তোমার মন
অভিনব তোমার সকল কাজ
আমি দূর থেকে দেখি আর হাসি
কারণ তোমার নেই ভালোমন্দের ভেদ বিচার
নেই কোনো শরম লাজ
অন্তরে ডাকাত পোষো, বাহিরে মিছেই সুহাসিনীর সাজ ।
তুমি মিছে কথার ঢেঁকি
বাহিরে মায়ার আবেশ, ভেতর ভরা ফাঁকি !