Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

জীবনের উপমা খোঁজ

: | : ১৫/০৯/২০১৩

জীবনের উপমা খোঁজ

ভাবো ঘৃর্ণি মনে যদি

জীবনের উপমা খোঁজ-

একটা লাটিম কিনে আন

লাটিমের পেঁচান সুতা ধরে

টান মার-দেখবে লাটিমের

মত জীবন- ভাবো ঘৃর্ণি

মনে ইচ্ছে করলে এদিক সে

দিক নির্বিঘ্নে ঘরাতে পার।

শূণ্য বিত্তে কত না বৈচিত্রময়-

সময়ের কাঁটা উল্টে পান্টে

যে কোন দৃশ্যপট- এক

নিমিশেষে হবে স্মৃতিময়।

 

জীবনের উপমা খোঁজ-

জীবন নামের জীবন উপমা

ডাল পাতাহীন একটা গাছ-

ভিষণ চৈত্র খরায় দেয় ছায়া

বিষাদ ক্লান্তে মায়া- কখনো

বা অনুরাগ অভিমানে

তারার পাণে একলা হওয়া।

জীবন তো শচীনের ক্রিকেটব্যাট

বাউন্ডরি অভারবাউন্ডরি-

চার ছক্কা শুধু মারা-

জীবন তো গোলকার ফুটবল-

৪৪ পায়ে মাথয়ারা-ম্যারাডনার

হাতে পায়ে গোল দিওয়া।

 

নাকি লাজুক রাঙ্গা লজ্জাপতির

লাজুক পাতা-জীবন তো নয়

দাবা লেখার রাজামন্ত্রী হাতি

ঘোড়া সৈন্যবলে রাজ্য দখল

করা।জীবনের উপমা তো-সত্য

মিথ্যা ন্যায় অন্যায়ের বিরুদ্ধে

কষ্টি পাথরের দেয়াল দেওয়া-

শুধু উপমা খোঁজ না- উত্তল

স্রোত নিরবতার ভাজে ভাজে।

যখন একা নিবৃত্ত শৃণ্য ঘরে

হবে-এই তো ভাবো ঘৃর্ণি মন

জীবনের উপমা খোঁজে পাবে।

 

লেখার তারিখঃ ০৯//১৩

=====================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top