Top today
দুষ্ট দাদু
ছিল এক দুষ্ট দাদু
সদায় সদায় খেত মধু
একদা পাগল হয়ে
শুধুই খেত আম ,
আম পাগল বলে
তাকে ক্ষেপিয়ে তুলতাম ।
আম পাগল ডাকলে কেহ
কষিয়ে করে তাড়া
ইচ্ছা মত কান মলিত
পেলেই তাকে ধরা ।
ভেবেছিলাম মজার খেলা
তখন বুঝি নাই
ব্যাঙ্গা নামে করুণ জ্বালা
ক্ষমা চাচ্ছি তাই ।