Top today
বিভাজন
ক্ষনকাল আছি জেগে ক্ষনকাল ঘুমিয়ে
ক্ষনকাল স্বপনে
স্বপনেরে চুমিয়ে।
ক্ষনকাল চেতনে ক্ষনকাল অবচেতনে
ক্ষনকাল শুধু শুধু
জীবন যাপনে।
ক্ষনকাল আনমনে ক্ষনকাল ভেবে ভেবে
ক্ষনকাল চেয়ে চেয়ে
সময় চলে যাবে।
ক্ষনকাল নিঃস্ব ক্ষনকাল রাজা সেজে
ক্ষনকাল বেঁচে থাকা
নির্ভয়ে বিনা কাজে।
ক্ষনকাল বেদনার ক্ষনকাল আনন্দের
ক্ষনকাল রাত জেগে
হতে নক্ষত্রের।
ক্ষনকাল জ্যোৎস্নার ক্ষনকাল বৃষ্টির
ক্ষনকাল বিনা লাজে
প্রেম সৃষ্টির।
ক্ষনকাল বেঁচে থাকার ক্ষনকাল মৃত্যুর
ক্ষনকাল তারে ভেবে
ফেলে দেয়া অশ্রুর।
ক্ষনকাল চলে কাল ক্ষন ক্ষন বিভাজনে
প্রতিটি ক্ষুদ্র ব্যাথায়
অথবা ক্ষুদ্র আশায়।
জীবন বয়ে চলে
মিথ্যে আশার বা ভালবাসার আয়োজনে।
২৮.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।