Top today
প্রগতি
——————————————–
অবশেষে ওরা বিকিনিটা ও
ছূঁড়ে ফেলে দূরে
নির্বিচারে মেতেছে আদিম বন্যতায় ;
অগ্নি কুণ্ডের সান্নিধ্যে মোমের মত
গলে – গলে – গলে
তিলে তিলে নিঃশেষ ;
শূন্য ওদের মধু ভান্ডার
এখন গরলে পূর্ণ,
ওরা ক্লান্ত, জরাগ্রস্ত
ভ্রান্ত অভিশপ্ত
ভয়ানক নেশাগ্রস্ত
রক্তে ওদের এইড্স -সিফিলিস্
জঠরে জারজ ।
————————————-