Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

না…না…না…!!!

: | : ১৫/০৯/২০১৩

স্বপ্ন গুলো আজ বড়ই কাঁদায়
স্বপ্ন আর দেখব না
যে স্বপ্ন কখনও পূর্ণ হবার নয়।

ভালবাসা জীবনে চঞ্চালতা বাড়ায়
ভাল আর বাসব না
সে যদি ভালবাসা নাই বুঝে।

প্রতিশ্রুতির মূল্য অনেক
প্রতিশ্রুতি দেব না কাউকে
প্রতিশ্রুতির মানে যদি না বোঝে।

ভালবাসায় আছে সুখ আছে শান্তি
অর্থ যদি থাকে,
এমন ভালবাসা চাই না
যে ভালবাসায় হৃদয়ের কথা বোঝে না।

আবেগে ভালবাসা হয়
আবার আবেগেই ভেঙে যায়
মায়া আর ভালবাসা এক নয়।

আমি আমাকে চিনতে পারিনি
তাই অন্যকে চিনি না,
মাঝে হারিয়ে যাই দূর অজানায়
যখন নিজেকে খুঁজে বেড়াই।

চারদিকে শুধুই অন্ধাকার
স্তব্ধতা ঘিরে রাখে আমায়,
সময় হয়েছে যাবার আলোতে ভাবি না।

index

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top