Top today
দুঃখবিলাস
পৃথিবীর সকল সুখ হউক তোমার
সুখের অট্টলিকায় বাধো ঘর
শুধু এতটুকু মনে রেখো
দুঃখের গলায় মালা হওয়ার আলাদা সুখ আছে ।
পৃথিবীর কেউ ভালো নেই
আমি ভালো নেই, তুমি ভালো নেই
ভালো থেকেও সে ভালো নেই
তবুও আমরা ভালো খাই, ভালো পরি
মোট কথা, ভালো থাকার ভান করি ।