Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

যমজ সমীকরণ

: | : ১৬/০৯/২০১৩

সৃষ্টির আদিতে সমরুপ

দেখে যমজ বলি তাকে-

হিংসা অহংকার যমজ

দুইটি ভাই- সন্দেহ নাই

আমাদের আত্মার আত্মীয়

দেখতে শুনতে শুধু পাই।

সমান সমানে করি যে

হিংসা-গরীবের মনে নাকি

অহংকার একটু নাই।

 

ধনী গরীব রুপে যমজ

বলি নাক- বৈসম্যের

মাঝে স্বরুপ দেখ- সূর্য

চাঁদ তারা এক গোত্রে

দু’জনা- যমজ তাকে

বলি শুন- লোভ লালসা

হানা হানি নেই- একই

নিয়ম পথের যাত্রি দেখ।

 

প্রেম ভালোবাসা যমজে

গাঁথা-সাগর নদী একই

স্রোতের অবধি-ফুল আর

গন্ধ এক সুতের বন্ধ।ঝর্ণা

বৃষ্টি যমজের সৃষ্টি শুধু-তোর

আমার মাঝে নাই যমজের

শুভ দৃষ্টি আর তৃপ্তি।যমজ

হল অব্যসঙ্গ অপরুপ কীর্তি।

 

লেখার তারিখঃ //১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top