Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

পুনে (ইন্ডিয়া)…… ভ্রমন (১ম পর্ব)

: | : ১৬/০৯/২০১৩

ঢাকা টু পুনে……..

প্রথমেই বলে দেই যে ……. এইটাই আমার একমাত্র বড় ধরণের ভ্রমন এবং ছোট হউক বড় হউক প্রথম ভ্রমণ । ঘটা করে কখনো কোথাও যাওয়া হয়নি কখনো…….. বিয়ের আগেও না পরেও না…… । তাই এই ভ্রমণটা আমি সব দিক দিয়েই একাই উপভোগ করেছি ।

১৩-১৮ আগষ্ট ছিল আমাদের ট্রেনিং ট্যুর । ২২ জন সফরসঙ্গী ছিলেন আমার সাথে । আগে থেকেই অন্য রকম একটা ভাল লাগা আর অন্য রকম ফিলিংস কাজ করছিল । উত্তেজনা দিন দিন বাড়তেই ছিল । ভাবতেই পারিনি বিমানে উঠব । তবে খারাপ লাগছিল বেশী আমার সীন মীমের জন্য । এত দিন তারা কিভাবে থাকবে এই চিন্তা খুশির মধ্যে পানি ফেলে দেয় মাঝে । তবে তাদের বাবা তাদের সাথে আছে এই ভাবনাটায় কিছুটা স্বস্তি পাচ্ছিলাম মনে ।

১২ তারিখ বেলা ১ টায় ফ্লাইট……. মনের দুর্বলতায় শরীর অবশ লাগছিল…… শক্তি পাচ্ছিলাম না । তবুও ২২ জনের সাথে একটু ভালও লাগছিল । সব আনুষঙ্গিক কাজকর্ম শেষে বিসমিল্লাহ বলে বসলাম বিমান জেট এয়ারে ।
অবশ্য টিকেট/ভিসা নেয়ার সময় এক ভাই কানে কানে বলে দিছিলেন যাতে উনাদের বলি জানালার পাশে সীট দিতে । আল্লাহর রহমতে উনার কথামত বলাতে উনারা আমাকে জানালার পাশেই সীট দিয়েছিলেন । জানালার পাশে আমি মাঝের সীট খালি তারপর একজন বয়স্ক মহিলা ।

বিমানের জানালায় বসে অপেক্ষা করছি কখন ছাড়বে ।

কিছুক্ষণের মধ্যেই বিমান ছাড়ল………

১। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান ছাড়তেছে………. উড়ব কিছুক্ষণের মধ্যেই ….

https://farm3.staticflickr.com/2883/9569925784_79b070aa0f_z.jpg

২। আস্তে আস্তে উপরে উঠছি…… ঢাকা শহর…….
https://farm3.staticflickr.com/2868/9569950786_0634c85dfd_z.jpg

৩। আরেকটু উপরে…… ঢাকাকে ছেড়ে যাচ্ছি
https://farm8.staticflickr.com/7355/9569932032_f13a354731_z.jpg

৪। ঢাকা………. শহর
https://farm4.staticflickr.com/3757/9567137683_cbbf137266_z.jpg

৫। ঢাকা শহর
https://farm8.staticflickr.com/7348/9569930950_b4b401effe_z.jpg

৬। ঢাকা শহর
https://farm3.staticflickr.com/2855/9569930340_c7726e042b_z.jpg

৭। ঢাকা শহর…….. ছাড়তেছি
https://farm8.staticflickr.com/7454/9569929724_a902f9bfe3_z.jpg

৮। অনেক উপর থেকে
https://farm8.staticflickr.com/7316/9569929108_0ea5c4a8f9_z.jpg

একটু উপরে উঠতেই আমি তো পুরাই অবাক । হায় আল্লাহ একি মেঘের থোকা থোকা, মেঘের পাহাড়, মেঘের পর্বত
ভিতর দিয়ে যাচ্ছি আর মন দিয়ে ছুইতেছি……. কি যে সুন্দর আর ভাল লাগছিল তখন সব কিছু ভুলে গেছিলাম মনে হচ্ছে আমি পৃথিবীতে নাই অন্য কোন দেশে চলে গেছি । আমি ভাবতেই পারিনি এমনভাবে শুভ্র মেঘরা আকাশে বিচরণ করে ।
মেঘের ভেলায় ভাসতে চাইছিলাম তাই হয়তো ভাসছি মেঘের উপর দিয়ে । শুভ্র সুন্দর নীল সব মিলিয়ে আমি আছি অন্য জগতে । কে কোথায় আছে কি করছে সে দিকে আমার ভ্রুক্ষেপও নেই । ক্যামেরা হাতে নিয়ে শুধু ক্লিকাইয়া গেছি আর উপভোগ করেছি  ।

৯। থোকা থোকা মেঘ…. মেঘের দেশে যাত্রা শুরু
https://farm6.staticflickr.com/5530/9569928400_04c6d02267_z.jpg

১০। উপর থেকে আমার দেশ
https://farm4.staticflickr.com/3692/9569927868_1954826200_z.jpg

১১। উপর থেকে
https://farm6.staticflickr.com/5465/9567133417_77a6cffb52_z.jpg

১২।
https://farm8.staticflickr.com/7333/9567132801_c145994345_z.jpg

১৩। আমি এখন মেঘের দেশে । শুভ্র মেঘরা ভেসে বেড়াচ্ছো আকাশ ময়
https://farm3.staticflickr.com/2886/9567132335_8382485e62_z.jpg

১৪। মেঘেরা উড়ে যাচ্ছে আমার মাথার উপরে নিচে
https://farm4.staticflickr.com/3726/9567131493_d0f3d8a531_z.jpg

উপলব্ধি করেছি মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর কত সিস্টেমেটিক……… শুকরিয়া জানাচ্ছি তখন সময়ে সময়ে মনে মনে বলছি হ্যা আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া ।
কখনো সূর্য উকি দিচ্ছে আকাশে আবার কখনো শুভ্র মেঘ লাল বর্ণ ধারণ করেছে । সে এক অন্য রকম অভিজ্ঞতা । ভাল লাগায় মন ভরে গেছিল । একটু পরে খাবার দিল ….

১৫।
https://farm8.staticflickr.com/7445/9567199337_c56a631594_z.jpg

১৬।
https://farm6.staticflickr.com/5327/9567200067_a5fe069645_z.jpg

এই যে খাবার…….
১৭।
https://farm6.staticflickr.com/5453/9586273659_bae5ccdb78_z.jpg

১৮।
https://farm3.staticflickr.com/2832/9589067256_fef4b890e6_z.jpg

তারপর আবার শুরু মেঘেদের সাথে ভালবাসা……… এমন করতে করতে কখন যে আড়াই ঘন্টা পাড় হয়ে গেল বুঝতেই পারিনি । মুম্বাই এসে পৌঁছে যাচ্চি আমরা…… নামছি নামছি আর নামছি……
বার বার বলছিল মৌসুম খারাব হুনে কি লিয়ে ২০ মিনিট লেইট হুয়া………

বৃষ্টি হচ্ছিল খুব…… আকাশে । মাঝে মাঝে শুধু অন্ধকার কিচুই দেখা যায় না বৃষ্টির কারণে ।

উপর থেকে মুম্বাই শহর ।
পাহাড় আর পাহাড়
১৯।
https://farm4.staticflickr.com/3725/9569991040_820d59c0d8_z.jpg

২০।
https://farm3.staticflickr.com/2834/9569992410_791b671e95_z.jpg

একবার দেখতে পেলাম বস্তি এলাকা
২১।
https://farm4.staticflickr.com/3743/9569989384_e3cfdf1574_z.jpg

২২।
https://farm3.staticflickr.com/2829/9567197925_bb32ffa773_z.jpg

২৩।
https://farm8.staticflickr.com/7341/9569990516_c8348319b7_z.jpg

সাগর পাহাড় দেখতে দেখতে  একেবারে নিচে নেমে আসলাম
২৪।
https://farm8.staticflickr.com/7306/9569990048_a6696e201b_z.jpg

২৫।
https://farm4.staticflickr.com/3761/9569988302_c64e9d3ec9_z.jpg

আজ এই পর্যন্তই…….. বাকিপর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজ

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top