Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্নের বালুচরে

: | : ১৬/০৯/২০১৩

বাস্তবতার উদ্দেশ্যে ছুটে চলা মন
হঠাৎ থামিয়ে দিলে তুমি
মনের বাতায়ন খুলে রঙ্গিন
স্বপ্ন দেখা শুরু করে দিলে তুমি।
তারপর প্রতিনিয়ত অবগাহন করে
স্বপ্নেরা মনে।
গুণগুণ আনাগোনায়, স্বপ্নের আলপনায়
ফানুস ওড়িয়ে চলি কিছু প্রাপ্তির আশায়।
মন ছুটে যায় বৃষ্টির অঝোর ধারায়
তোমাকে পাওয়ার ব্যাকুলতায়।
কোন এক সুন্দুরী রাতে তোমাকে ভেবে ভেবে
চাঁদ জ্যোৎস্না সাজিয়ে দিল আমার প্রহর।
নিস্তব্দ দুপুররাতে অন্ধকার কল্পনাতে
জেগেছিলো জোনাকিরা আলো জ্বেলে সাথে।
ক্লান্তিহীন হৃদয়ের ছোট্ট পৃথিবীতে
স্বপ্নজুড়ে চায় তোমার রাতের অবসরে।
তুমি আসবে ফিরে সুনীল স্বপ্নের অন্তপুরে
তবে সকাল, সন্ধ্যা, উদাস দুপুর
কাটবে ভালোবাসার খোলা হাওয়ায়
অবাধ্য মন স্বপ্ন দেখে ক্লান্ত
তুমি যখন নেই সাথে
স্বপ্নগুলি মুখ থুবড়ে পড়ে আছে
বেদনার বালুচরে।
বিরহের স্বরলিপি বিষে দিয়ে
চলে গেলে বহুদূরে
মনের বীণায় তাই কান্নার সুর তুলে
বলতে ইচ্ছে করে
বাস্তব যদি এতো নির্মম হয়-
তবে স্বপ্ন দেখাটা এত সহজ কেন?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top