Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

পূর্নিমা দেখবে নাকি আজ…..?

: | : ১৭/০৯/২০১৩
কাল যখন অতিতোৎসাহী কন্ঠে বলেছিলাম তোমায়!
এই আজকের চাঁদ দেখেছো?
-না দেখিনি তো!
চাঁদে আবার হলোটা কি!!
আগুন লাগছে নাকি? বলে ক্ষেপিয়েছিলে!
আরে বোকা, জান না তুমি!
কাল যে পূর্ণিমা!
তুমি কি জান, পূর্নিমার রাতগুলোতে
আমি রাত কাটাই ছাদে,
একা একা নিস্তব্ধ নীল নির্জনে,
আকাশ জুড়ে নীল আলোয় ঘিরে রাখে
আমি তখন থাকি না ধরায়.
এলোমেলো বাতাস এক ঝটকায়
ধরনীতে নিয়ে আসে আমায়,
তখন অপলক চাঁদ পানে চেয়ে ভাবি তোমাকে,
আলোয় তো চেয়ে থাকতে পারি না বেশিক্ষণ,
তুমি এতো উজ্জ্বল আলো কেনো হলে বলো?
আমার চোখ দাও জ্বালিয়ে,
পুড়িয়ে দাও দেহ, অন্তর!
তুমি হয়ে যাও কেন নীল আলো?
একটু একটু নীল হয়ে প্রবেশ করো চোখে, মুখে, হাতে, পায়ে
বিস্তার করো দেহ জুড়ে,
নীলে পুড়াও অন্তর
আমি হই নীলে নীলিন।
অথবা
তোমাকে ভুলে গিয়ে জোছনা বিলাস করি একা একা
জোছনার আলোয় ধুয়ে দেই মনের কালিমা
সারা গায়ে জোছনা মেখে হই আমি শুদ্ধ থেকে শুদ্ধ মানব।
বাহবা! পূর্নিমার কথা শুনাতে গিয়ে রোমান্টিক কবি হয়ে গেলে দেখি!
আচ্ছা! আমাকে সাথে নিয়ে আজকের পুর্নিমা দেখ’না! দেখবে কি?
– তুমি আসবে? পাশে বসবে আমার?
দেখবে! আলোর খেলা আকাশ জুড়ে,
চলে এসো আমার মনের আঙ্গিনায়,
তোমার জন্য পাঠিয়ে দেই আমার পঙ্খীরাজ ঘোড়া….
উড়ে উড়ে এসে বসো আমার মনের শাখে,
আরে না না! ঘোড়ার গাড়ি পাঠাও
ঠক ঠক করে আসব আমি চলে…
এই যা!!!! এলো বুঝি বৃষ্টি! লুকিয়ে গেলো চাঁদ,
পূর্নিমা আর একসাথে দেখা যে হলো না
আজ নয়, অন্য পুর্নিমায় আসব তোমার বাড়ি….
অপেক্ষায় থেকো! থাকবে কি?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top