Top today
এ কোন যুগ
এ কোন যুগ বল
বলে আধুনিক,
নিত্য নতুন পোশাক পরে
দেখায় চাক-চিক ।
এ কোন যুগ বল
বলে মডার্ন আজ,
মোবাইল ফোনে কথা বলে
করে সকল কাজ ।
এ কোন যুগ বল
সন্তান পিতা-মাতার নেই মিল
বলে উল্টেছে পৃথিবী……
এখন এসেছে আলোর ঝিল ।