Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ঘুষ

: | : ১৭/০৯/২০১৩

ঘুষ
ডানে বামে সব খানে বড় ছোট সবে জানে
ছোট স্যার আর বড় স্যার ঘুষ খান ঘুষ খান
দিয়ে যান মাল-পানি নিয়ে যান ফাইল খানি
ছোট কাজ বড় কাজ, চোখে নাই কোন লাজ
ভরপুর শয়তানি ঘুষ ছাড়া কাজ নয়
মাটে ঘাটে বেড়া দেয় দারোয়ান পাহারায়
মালিকের ঘুম নাই হানা দেয় চোর
দারোয়ারন ঘুষ নেয় খুলে দেয় দোর
অবাধে চুরি করে যত শত চোর ।
ঘুষ তো ঘুষ নয় “ব্যবসায়-বানিজ্য “
দিয়ে যায় খেয়ে যায় করে যায় সজ্য
যত দিবে ততো গতি মাইল—
তেল দিলে গাড়ি চলে ঘুষ দিলে ফাইল ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top