Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রতীক্ষা

: | : ১৭/০৯/২০১৩

অনেকটা পথ এভাবে হেঁটেছি।

ব্যর্থতা,অতঃপর একদল হতাশা,

কখনও বা নিস্তব্ধ নীরবতা,

শুন্যতা এবং কিছু গম্ভীর রসিকতা।

হাস্যকর আঁধারের মাঝে-

অপ্রীতিকর ক্রন্দন ধ্বনি।

অথবা, অপ্রীতিকর বাস্তবতায়-

অসাধারণ মুখাভিনয়।

 

মধ্যপথে একজন প্রীতিলতা,

একঝাক আনন্দ-মাখা স্বপ্নের দল,

হয়তো ক্ষণিক বাদেই মূর্খতার-

বিশাল ভাণ্ডার থেকে মুক্ত,

একদল শুকনের নির্মমতা।

ছিঁড়ে খাবার আগ্রাসন নিয়ে,

মৌন সূর্যের আলোতে,

ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে-

মৌন আকাশে বায়ু-ঝড় তোলা।

অতঃপর আবারও ব্যর্থতা।

একদল স্বপ্নের হাড্ডিসার কঙ্কাল-

বেওয়ারিশ হয়ে পরে থাকা।

সাথে একঝাক কুচকুচে কাল দাঁড়কাক,

আর তাদের কর্কশ চিৎকার।

 

ফিরে আসি তখন,

ফিরে আসি, গোধূলির মুগ্ধতায়।

কোন নিশাচর আমায় সঙ্গ দেয়।

হেঁটে চলি আমি,

নিদারুণ আঁধার-মাখা জগতে।

অসংখ্য হায়েনার আগমনে-

দল ভারি হয় আমার।

শুরু হয় শিকার খোঁজার তাড়না।

যদিও এ তাড়না শুধুই নাটকীয়তা,

তবুও আমি পথচ্যুত হই না।

 

একটা মুহূর্তে সূর্যালোকের ভয়ে-

অযথা কম্পিত হায়েনার দল,

আমায় দিয়ে মেটায় তাদের ক্ষুধা।

আবারও হাড্ডিসার কঙ্কাল হয়ে পরে থাকা,

এবং ক্ষণিকের সুখে মোড়ানো মৌনতা।

এবং অপেক্ষা, শুধুই অপেক্ষা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top