Top today
নির্দেশিত পরাজয়
আমার লেখা প্রথম সনেট, কিছু ত্রুটি হয়তো আছে। তারপরও চেষ্টা করেছি ঠিক রেখে লিখতে, পরে দেখবেন কেমন লাগে। 🙂 ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ঢেউ খেলানিয়া পুস্কুনিতে আমারি,
বিমুগ্ধ হইয়া সাঁতার কাটিতেছি,
তেঁতো জলের স্বাদ পাইবার তরে-
বাস্তবতার ছলনায় ডুবিয়াছি।
অযাচিত ধূপছায়া হইবার তরে-
মেঘাচ্ছন্ন জাল বুনিয়াছি মিছে।
কল্পরাজ্যের মোহনিয়তার ঘোরে-
আত্ম-দংশনে বিষপান করিয়াছি।
নির্ভুল সে মমতার কলঙ্কিনী-
হয়তো বা রোদ্দুর মাখা মোহময়ী।
ক্ষণিকের মিছে ছলনাময়ী হয়ে,
ক্ষণিকেরই মিষ্টভাষিণী হয়ে,
প্রবেশ করিয়াছিল কোন সদালাপী।
হারাইয়া যাইবার তরে কোন নারী।