Top today
বন্ধু হতে চাই
আমি নাকি স্যার হয়েছি
জানি না কিভাবে,
ছড়া গড়ার পড়া শিখি
তাতেই লোকে কী ভাবে!
মেঘ বলেছে যাব যাব
স্যার তোমার বাড়ি,
রোদ্দুর হেসে গড়িয়ে পড়ে
নিলাম তবে আড়ি।
বৃষ্টি এসে খুনসুটি করে
মাটির তাতে সুখ
রঙধনুর রঙ ছড়িয়ে
ভরিয়ে দিলাম মুখ।
ফুল পাখি আর প্রজাপতির
বন্ধু যদি হই,
নদীর জলে ভাসিয়ে কথা
স্যার হলাম কই?