Top today
মেঘলা
আমি এসেছি
তুমি কি টের পাওনি আমার অস্তিত্ব
বাতাসের গন্ধে পাওনি আমার শরীরের…।
আমি তো দেখেছি তোমার স্নান করা
দেখেছি আমার জন্য স্বযতনে
নীল শাড়ি পরা,নীল টিপ…।
তোমার শরীরের ভাঁজে ভাঁজে
আমি মিশে হয়েছি একাকার
তুমি দেখনি মেঘলা…?
আমার চোখেইতো তুমি দেখতে
আজ কি সবই অতীত হলো…।
আমার অনুপস্থিতি
তোমার চোখের অন্ধকার
এখন তোমার ভাবনার
আকাশটাকে করেছে মেঘলা আর…।