Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বন্ধ আজি পাঠশালা

: | : ১৮/০৯/২০১৩

ফুল ফোটে বাগিচায়
চাঁদ মামা গগনে ,
সুয্যি মামা ডাকে আয়
খেলিব দুই জনে ।

কোকিল কয় গাইতে
ময়ূর পংখী নাচিতে
আমি গাইব নাচিব তাক ধিনা ধিন
দাদু ভাই এনে দিও বীণ ।

সখা-সখি চলে আয়
বেলা যে বয়ে যায়
ছোটা-ছুটি করিব হেথায় সেথায় ।
বন্ধ আজি পাঠশালা
ভাল লাগেনা একেলা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top