Top today
বুবুর বিয়ে
সাজলো বাড়ী বাজলো সানাই
আসলো গাঁয়ের সবাই;
রুই কাতলা ধরলো কতো
করলো গরু জবাই।
হৈ হল্লা চললো দেদার
হলো সেসব রান্না;
মায়ের ঘরে গিয়েই দেখি
বুবুর সে কী কান্না !
বুবুর নাকি বিয়ে !
খানিক পরে বর এলো যে
পাগড়ী মাথায় দিয়ে !
লাজুক লাজুক চেহারা তার
সাজ করেছে কতো;
দেখতে আমার ছড়ার বইয়ের
রাজকুমারের মতো !
বুবুও আমার সাজলো কতো
তাও ছিলো না হাসি !
চোখের জলে বুক ভাসিয়ে
বললো, “খোকন, আসি !”
দুপুর বিকেল পার হয়েছে
সূয্যি ডুবু ডুবু;
সেই যে গেলো বরের সাথে
আর এলো না বুবু !!