Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অন্তর কাঁটা

: | : ১৮/০৯/২০১৩

তুমি এমন কেন ওগো-

আজ নয় কাল নয় পরশু

কথার থাকেনা ঠিক,

যদি বলি যাও উত্তরে

তুমি যাও দক্ষিনে

ঠিক থাকে না তোমার দিক ।

 

তুমি এমন কেন ওগো-

সকলে না দুপুরে দুপুরে না বিকালে

কথার থাকেনা ঠিক,

আমি বলি আসো কাছে ;

তুমি বল ধরেছে কি গাছে !

তাকিয়ে থাকো অন্যদিক ।

 

বুঝেছি আজ আমি তবে

অন্যের মত তুমি ও এই ভবে

এই বুকে দিলে পোড়ানো শিক,

ভূল ছিল আমার তোমার সাথে মেশা

তোমার ও যে অন্যের মত পেশা

অবেশষে বুঝলাম হারিয়ে সব দিক ।

 

তুমি এমন কেন ওগো-

সুখের দুয়ারে টেনে এনে

দুঃখটাই দিলে ঠিক,

বুঝিনী তখন আমি ছিলাম জলে-

আঘাৎ ভূলে-

নিয়েছা কেঁটে অন্তর; দিবে বলেছো…? তাই ভেবেছি নিক ।

 

তুমি এমন কেন ওগো-

কল্পনাতে ঝড়াবে আমার রক্ত,

এমনই মানুষ তুমি অন্যের মত

এমনই কঠিন শক্ত ।

 

*************** সমাপ্ত ******************
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ 0৪ /0৩/২০১১ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top