Top today
পত্রিকা
যুগান্তরে আলোর নাচনমেঘের চলা চলে ,সমকালে ঘাস ফড়িং
নাচে দলা-দলে ।
ইত্তেফাকে কচি কাঁচা
লিখে গল্প ছড়া ,
ডেসটিনিতে চাঁদের হাঁসি
পড়ল বুঝি ধরা ।
সংগ্রামে বসেছে আজ
নীল সবুজের হাট ,
আমার দেশে এক্কা দোক্কা
খেলছে পুরো মাঠ ।
ইনকিলাবে সোনালী আসর
সোনার সন্তান জুটে ,
সকল পত্রিকার এ পাতাতে
ছোটদের ভাষা ফুঁটে ।