Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অনেক কথা৯

: | : ১৯/০৯/২০১৩

দারিদ্র্য-মোচন-দান-তহবিল–
* অভাবগ্রস্ত মানুষের স্বভাবের কথা বলো না, অভাব যার দুয়ারে হানা দেয় সে-ই বলতে পারে অভাবের কী শ্রীভাব! তাই একজন মানুষ অভাবগ্রস্ত হলে তার স্বভাব রক্ষা করা আরেকজন মানুষের নৈতিক কর্তব্য। কিন্তু আমরা কর্তব্য পালন করব দূরের কথা, তার স্বভাবের উপর আঙ্গুল নেড়ে পরিহাস করতে এক পা পিছে হটি না। এটাকেই বলো নষ্ট স্বভাব।
* দারিদ্র্যবিমোচনে মন যার উতল

প্রতিপদে বিধাতা তার লিখেন মঙ্গল।

 

* নির্ধনের স্বপ্ন মানে কচুপাতার পানি। দারিদ্র্য-মোচন-দান-তহবিল আমার মুখের কথায় হয়ে থাকবে। থাকুক। তবু স্বপ্ন দেখা ত দোষের নয়। বলা যায়, এস্বপ্ন একজন অযোগ্য ব্যক্তির দিনের স্বপ্ন। হতে পারে। মানুষ যা কিছু কল্পনা করে, কখনো বাস্তবে পূরণ না হলেও কারও-না-কারও স্বপ্নযোগে হলেও প্রাপ্ত হয়। কিন্তু আমার এস্বপ্ন স্বপ্নযোগেও কখনো প্রাপ্ত হওয়ার কল্পনা করা যায় না–তা বাস্তব। হেসে লাভ নেই, দুঃসাধ্য স্বপ্ন দেখা মানুষের ধর্ম। মাতাল যেমন মদের নেশায় কিছুক্ষণের জন্যে রাজা বনে আমার স্বপ্নও সেরকম বলা যেতে পারে। কারণ, মন থাকলেও ধনাদির কাছে আমি নত। ইচ্ছা থাকলেও উপায়ের কাছে অক্ষম। সাধ যতই থাকুক সাধ্যের কাছে অযোগ্য। বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা যায় না, বিদ্যার প্রয়োজনও পড়ে। আবার বিদ্যা দিয়ে অনেকক্ষেত্রে অনেক কিছু সমাধান হয় না, বুদ্ধির প্রয়োজনও পড়ে। এদুনোটার মধ্যে কনোটাতে আমার দক্ষতা আছে বলে মনে করতে পারি না। ধনাদি শূন্যতার মতো শিক্ষাযোগ্যতাও আমার শূন্য। তাই ধনাদি খর্বতার সঙ্গে সঙ্গে বিদ্যাবুদ্ধিতেও আমি খাটো। আর এসব কাজে এ তিন জিনিসের বিশেষ দরকার। এখানে আমি অক্ষম। আর একজন অক্ষম মানুষের দ্বারা পৃথিবীর কোনো মঙ্গলসাধিত হয়েছে বলে মনে হয় না। তাই একজন অযোগ্য ব্যক্তির রাতের স্বপ্ন আর দিনের স্বপ্নের মধ্যে কোনো পার্থক্য মনে করি না। কারণ, গরিবিকে আমি অত্যন্ত কাছ থেকে দেখেছি। চব্বিশ হাজার মাইল দূরে দাঁড়িয়েও এ গরিবিকে আমি স্পষ্ট দেখতে পাই। তাই গরিবের স্বপ্ন মানে ভয়ঙ্কর নয় হিতঙ্কর। আমি দশ হাজার কোটি টাকার মালিক হলে, সাড়ে নয় হাজার কোটি টাকাই গরিবিস্বার্থে জমা করে যেতাম। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি জীবনে দুই টাকার মালিক হতে পারি নি! তাই নির্ধনের স্বপ্ন মানে কচুপাতার পানি।

 

* যার সমাজে যতগুলো দরিদ্র মানুষ বাস করে, সেই সমাজের বিত্তশালীদের কর্তব্য তাদের প্রতি সহানুভূতির সবল হাত বাড়ানো–এভাবে প্রতিটি জেলা-উপজেলায় দারিদ্র্য-মোচন-দান-তহবিল স্থাপন করা সরকারের দায়িত্ব। এভাবে যেকোনো দরিদ্রদেশের দারিদ্র্য কালক্রমে দূর করা সম্ভব।

* ধনী দিন দিন যত বাড়ছে, ভিখারি দিন দিন তত কমছে; কিন্তু দুর্ভিক্ষ কমছে না! আগে ষোল আনায় যেখানে জমিদারি কেনা যেত, আজ ষোল টাকায় সেখানে জমিদারি লিখাও হচ্ছে না–এটাই বড় দুর্ভিক্ষ?

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top