বৃষ্টি আমার মন ভেঙ্গেছে
বৃষ্টি আমার মন ভেঙ্গেছে পূর্ণিমার ঐ রাতে,
চাঁদপ্রিয় ঐ লক্ষীপেঁচা ছিল আমার সাথে।
আমরা দু’জন অপেক্ষাতে রাত গভীর সোমপুরে
আমরা আছি ঠিকই সেখানে শুধু চাঁদ রয়েছে দূরে।
ঘাসে, মাঠে বৃষ্টি মাখা, আকাশ কালো মেঘে ঢাকা
বইছে জোরে শীতল বাতাস, তাই নেই পূর্নিমার দেখা।
আমরা হতাশ, যেন শীতল বাতাস বইছে হৃদয় কাঁপিয়ে
বৃষ্টি আমার মন ভেঙ্গেছে আকাশে মেঘের পোস্টার ছাঁপিয়ে।
তাই তো অপেক্ষাতে সারাটি রাত মেঘের সুরে
কখন আসবে চাঁদের আলো সাদা মেঘ উড়বে দূরে!
কিন্তু আহা থামলো কোথায় বৃষ্টি পড়ার মেঘের আন্দোলন!
সেরুপ বৃষ্টির ভাব দেখে মনের আশা মনে তুলেছে বৃথা আলোড়ন।
এমন করে সারাটি রাত কাটল যখন তখন বাদলের সুর
আমার স্বপ্ন ভঙ্গ করে তাড়ালো ঘরে, লক্ষীপেঁচা চলে গেল বহুদূর।
সন্ধ্যায় যেমন পূর্ণিমার উদয় দেখেছি সারা রাত পর তারে ডুবতে দেখলাম প্রাতে
বেদনায় হৃদয় হল ছন্নছাড়া আশা হারা, বৃষ্টি আমার মন ভেঙ্গেছে শরতের মধুর পূর্ণিমাতে।
২১.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।