Top today
ছিন্ন সুতোয় ভিন্ন ফুলে – ৮
চাম সুন্দরী নাম সুন্দরী
মন কেন তোর বিশ্রী ?
রূপের গলায় দিয়ে দড়ি
হাটরে বাপের বাড়ী ;
বাপের বাড়ীর বাহাদুরী
ভ্রাতৃ বধূর ঝাটার ভারী
কেউ ডাকে না
কেউ পোছে না
কপালে মার হাত
এই জনমে
নাইরে জানিস
জামাইর ঘরের ভাত ।