Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ছিন্ন সুতোয় ভিন্ন ফুলে – ৮

: | : ১৯/০৯/২০১৩

চাম সুন্দরী নাম সুন্দরী

মন কেন তোর বিশ্রী ?

রূপের গলায় দিয়ে দড়ি

হাটরে বাপের বাড়ী ;

 

বাপের বাড়ীর বাহাদুরী

ভ্রাতৃ বধূর ঝাটার ভারী

কেউ ডাকে না

কেউ পোছে না

কপালে মার হাত

এই জনমে

নাইরে জানিস

জামাইর ঘরের ভাত ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top