Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

টম

: | : ১৯/০৯/২০১৩

টম ধরেছে বায়না
দিতে হবে আয়না
চুড়ি ফিতা কানের দুল
আনতে যেনো হয়না ভুল।
হয় যেনো সব অনেক ভালো
রঙটি তার বেজায় কালো
ফর্সা হওয়ার ক্রিম তাই
যে করে হোক দেয়া চাই।
চোখে চাই সানগ্লাস
বলবে সবাই ফার্ষ্টক্লাশ
এসব কি আর ভালোলাগে
গা জ্বলে যায় তাইতো রাগে।
বলিনা তাকে তবুও তাই
বায়না তার সব শুনে যাই
রাত্রি জেগে পাহারা দেয়
আব্দার সব আদায় করে নেয়।
কুকুর হইতে সাবধান লেখা
বাড়ির গেটে যায়যে দেখা।
সে যে আমার বড় আপন
যায়না করা তাইতো শাসন
যখন যা চায় বায়না ধরে
পূরণ করে দেই এক এক করে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top