Top today
”’অসম মানব মেলা”
তোমার বুকে কে এঁকেছে বিভেদের চিহ্ন?
সৎ মায়ের মত কেন এই পাড়ের প্রতি মনঃক্ষুণ্ণ?
স্নেহ বঞ্চিত এই পাড়ের সন্তান,
পানি শূন্যতায় ভোগে;ওষ্ঠাগত প্রাণ।
কোন্ সৃষ্টি সুখের উল্লাসে উঠেছ মেতে?
মরুর সাইমুমের তপ্ত বাণী শুনি কান পেতে।
বিবেকহীনের গোডাউনে রেখেছ তুমি আমানত,
অকৃপণ হস্তে ঢেলে দিয়েছ তারে নেয়ামত।
কেন দিয়েছ একচেটিয়া অধিকার?
এই পাড়ে দাঁড়িয়ে বঞ্চিত সন্তান করে হাহাকার।
নাকি তুমি ঐ পাড়ের কুলাঙ্গার সন্তানের ভয়ে ভীত?
মেনে নিয়েছ তার অন্যায্য আবদার; করেছ মস্তক নত।
বুঝি না তোমার খেলা;বুঝি না তোমার লীলা,
কোন্ গোপন সুখে বসিয়েছ তুমি এই অসম মানব মেলা?